বাংলাদেশে এককভাবে সর্ববৃহৎ চা কোম্পানি হচ্ছে ইস্পাহানি টি লিমিটেড ।
চা বিপণনের অগ্রদূত হিসেবে স্বীকৃত আমরাই প্রথম বাংলাদেশে প্রবর্তন করেছি- লেমিনেটেড পাউচ, ডাবল চেম্বার টি ব্যাগ, স্ট্যান্ড আপ পাউচ, ফুড গ্রেড জার, তিন স্তর বিশিষ্ট পাউচ, ১০ গ্রামের ইজি প্যাক ও ব্যাগ ইন ব্যাগ টি ব্যাগ।
দেশীয় এবং আন্তর্জাতিক বাজারের জন্যে আমাদের চা ডিপার্টমেন্ট বাছাইকৃত সেরা মানের চা নির্বাচন করে প্যাকেটজাত করে যা তার মানের জন্যে দেশে ও বিদেশে বিশেষভাবে সমাদৃত এবং সর্বোচ্চ ভোক্তা পরিতুষ্টি অর্জন করতে সক্ষম হয়েছে। ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ, ইস্পাহানি মির্জাপুর ডাবল চেম্বার টি ব্যাগ, ব্লেন্ডার’স চয়েস এবং জেরিন ব্র্যান্ডগুলো হচ্ছে মার্কেটের সবচেয়ে জনপ্রিয় এবং ঘরে ঘরে অত্যন্ত পরিচিত এক নাম।
বাংলাদেশের উৎপন্ন চা রপ্তানির ক্ষেত্রে ইস্পাহানি দিচ্ছে-
দেশব্যাপী আমাদের রয়েছে সেলস সেন্টার এবং বিভাগীয় অফিসের এক অপ্রতিদ্বন্দ্বী বিতরণ ব্যবস্থা।
চা মিশ্রণ এবং প্যাকেটজাতকরণ ফ্যাক্টরিতে আমরা অনুসরণ করি এক পরিচ্ছন্ন মিশ্রণ ব্যবস্থা যেখানে চা পরিচ্ছন্ন এবং মিশ্রিত হয় সম্পূর্ণ স্বয়ংক্রিয় পদ্ধতিতে। চা প্যাকেটজাতকরণ এবং ওজন এবং মান নির্ণয়ে ব্যবহার করা হয় সর্বাধুনিক মেশিন। দেশের শ্রেষ্ঠ চা উৎপাদন নিশ্চিত করতে আমরা ব্যবহার করি সর্বাধুনিক প্রযুক্তির ইউরোপিয়ান মেশিন ।
চা বাণিজ্য বিভাগ
ইস্পাহানি বিল্ডিং, শেখ মুজিব রোড, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রাম।
ফোনঃ +৮৮০-৩১-৭১৬১৫৩-৬, ইমেইল: teatrade@ispahanibd.com