শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে পানির পর চা-ই ব্যাপকভাবে পান করা পানীয়। যেহেতু বাংলাদেশ একসময় ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এবং ব্রিটিশ শাসিত ছিল, সেহেতু চা পান করার অভ্যাস বাঙালি সেখান থেকেই পেয়েছে বলে ধরা যায়। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিলেটের পার্বত্য অঞ্চলে চা বাণিজ্য শুরু করে এবং সেই একই সময়ে চট্টগ্রামেও চা চাষ শুরু হয়। অনুকূল আবহাওয়া এবং মাটি চা চাষের উপযোগী হওয়ার কারণে চা চাষে বাংলাদেশে ১৭০ বছরের বেশি সময় ধরে সফলতার ঐতিহ্য রয়েছে। বর্তমানে বাংলাদেশে আনুমানিক ১৬৭ টি চা বাগান রয়েছে এবং বাংলাদেশকে চা উৎপাদনে পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ হিসেবে গণ্য করা হয়।

সময়ের সাথে সাথে চা বাংলাদেশের ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। এক সময়ে বাংলাদেশের চা শিল্প রপ্তানি নির্ভর থাকলেও বর্তমানে ক্রমবর্ধমান চাহিদার কারণে এবং একই সাথে চাহিদার তুলনায় উৎপাদনের পরিমাণ বৃদ্ধি না পাওয়ায় রপ্তানির পরিমাণ কমে গিয়েছে এবং আমদানির পরিমাণ দিন দিন বৃদ্ধি পেয়ে চলছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হওয়ার কারণে তাদের চা পানের পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং বর্তমান সময়ে মানুষ আরও বেশি স্বাস্থ্য সচেতন হচ্ছে। এতে করে চা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো ভালো মানের চা তৈরিতে উৎসাহিত হচ্ছে। মানুষ বিভিন্ন রকম স্বাস্থ্যকর চা, যেমন গ্রিন টি বেশি বেশি পান করছে যা অতীতে কখনো হয়নি। মানুষের আয় বৃদ্ধির কারণে বিভিন্ন দামী ব্র্যান্ড ও স্বাদের চা-এর প্রতি তাদের আকর্ষণ বৃদ্ধি পাচ্ছে যা এই শিল্পে নতুন সুযোগের সৃষ্টি করছে। এছাড়া এই শিল্প লক্ষাধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে যার বেশিরভাগই নারী। বাংলাদেশ সরকার এই শিল্পকে বিভিন্ন উপায়ে সহায়তা প্রদান করছে। সরকার এই শিল্পে জড়িত প্রতিষ্ঠানগুলোকে অল্প সুদে ঋণ প্রদানসহ আরও অনেক সুবিধা দিচ্ছে এবং তাদের গবেষণাখাতেও প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে যাচ্ছে।

ইস্পাহানি টি লিমিটেড বাংলাদেশের অন্যতম বৃহত্তম চা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। বাংলাদেশে ইস্পাহানি ছাড়া আরও কিছু চা উৎপাদনকারী প্রতিষ্ঠান রয়েছে যেমন ইউনিলিভার, আবুল খায়ের গ্রুপ, মেঘনা গ্রুপ, এসিআই, জেমকন, জেমস ফিনলে ইত্যাদি। এই সবগুলো প্রতিষ্ঠান জনপ্রিয় হলেও গবেষণায় পাওয়া যায় ইস্পাহানি টি লিমিটেড-এর চা বাংলাদেশের বাজারে সবচেয়ে বেশি জনপ্রিয় এবং ইস্পাহানি টি লিমিটেড - এর অন্যতম দু’টি ব্র্যান্ড, ইস্পাহানি মির্জাপুর বেস্ট লিফ এবং ইস্পাহানি মির্জাপুর টি ব্যাগস বেশ জনপ্রিয়। ইস্পাহানি মির্জাপুর বিভিন্ন সম্মাননা অর্জন করেছে। যেমন- ২০১৮-১৯ সালে দেশীয় ও বহুজাতিক সকল ব্র্যান্ডের মধ্যে বেস্ট ব্র্যান্ড খেতাব অর্জন করেছে, যা ইস্পাহানি টি লিমিটেডকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছে।